সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শতাধিক হত দরিদ্রদের ইফতার বিতরণ
০৯ এপ্রিল, ২০২২, 7:43 PM
০৯ এপ্রিল, ২০২২, 7:43 PM
সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শতাধিক হত দরিদ্রদের ইফতার বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের তত্ত্বাবধানে ১০০ জন হতদরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় সুনামগঞ্জ শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সামনের সড়কে ইফতার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,জেলা যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস,আজাদুল ইসলাম রতন,সদর যুবলীগের সহ সভাপতি আজিজুল আলম,ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ,যুবলীগ নেতা আনোয়ার আহমেদ, সুব্রত তালুকদার জুয়েল, সৈয়দ ইমন জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।
আরও কয়েকদিন এভাবে হত দরিদ্র রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হবে বলেও জানান সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ।